জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় ৬০ (ষাট) বোতল ফেন্সিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পাঁচবিবি থানা পুলিশ । বৃহস্পতিবার জয়পুরহাট জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ সালাম কবির(পিপিএম) মহোদয়ের দিক নির্দেশনায় এবং পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ এর তত্ত্বাবধানে মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে থানার এসআই(নিঃ) মোঃ হাফিজুর রহমান এবং সঙ্গীয় অফিসার ফোর্সসহ পাঁচবিবি থানার ধরঞ্জী ইউনিয়নের সালুয়া গ্রাম হইতে ৬০ (ষাট) বোতল ফেন্সিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে ।
গ্রেফতারকৃতরা হলেন, পাঁচবিবি উপজেলার নন্দইল(হঠাৎপাড়া) গ্রামের মোঃ খায়রুল ইসলামের পুত্র মোঃ কাওছার আলী(২৮), এবং মোঃ তমিজ উদ্দীন মন্ডলের পুত্র মোঃ মোস্তাকিম ইসলাম(২০) । মামলা প্রক্রিয়াধীন।