ঁ
এম.আমিরুল ইসলাম জিবন,স্টাফ রিপোর্টারঃ
যশোরের মণিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও কোমলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরহুম আলহাজ¦ খোরশেদ আলম মাস্টারের মাগফিরাত কামনায় শোকসভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি।
গত শুক্রবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার রাজগঞ্জ বাজারের বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাষ্টার আকবর আলীর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কওছার আহম্মেদের পরিচালনায় আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন
উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর ও মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক প্রভাষক মোঃ ফারুক হোসেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান শামছুল হক মন্টু ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডর বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দীন। অনুষ্ঠানে রাজগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফ, আলহাজ¦ আব্দুস সাত্তার, স্থানীয় আওয়ামীলীগ নেতা চাকলাদার আলাউদ্দীন, উপজেলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক স.ম আলাউদ্দীন, প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী কবির খান, গাজী আসাদসহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ, শিক্ষক ও সুধীজনেরা উপস্থিত ছিলেন। শেষে মরহুমের আত্তার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এদিকে এদিন বিকেলে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য রাজগঞ্জ এলাকায় চলমান বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড সরেজমিন ঘুরে ঘুরে পরিদর্শন করেন এবং এদিন রাতে খেদাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের নেতা-কর্মীদের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। স্থানীয় আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান ভোলা, আব্দুল মোমিনসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন