খুলনা রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি এ,কে,এম নাহিদুল ইসলাম বলেছেন, কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার ঘটনায় জড়িতদের হদিস পাওয়া গেছে। তাদেরকে অচিরেই আইনের আওতায় আনা হবে।
শনিবার রাত সাড়ে ৮ টার দিকে কুষ্টিয়া শহরের শাপলা চত্ত্বরে বঙ্গবন্ধুর ভাঙা ভাস্কর্যের ঘটনাস্থল পরিদর্শনে আসেন অতিরিক্ত ডিআইজি।তিনি ঘটনাস্থলে এসে স্থানীয়দের সাথে ভাস্কর্য ভাঙার বিষয় নিয়ে কথা বলেন। এসময় কুষ্টিয়া জেলা পুলিশ সুপার এসএম তানভির আরাফাত সহ পুলিশের আরও উর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শুক্রবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা কুষ্টিয়া শহরের শাপলা চত্ত্বরে নির্মানাধীন ভাস্কর্যের হাত ও মুখ ভাঙচুর করেন।এরপর গতকাল রাতে মাইক্রোবাস থেকে নেমে ভাস্কর্যের সামনে ২ রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন এবং একপাশে কালো পতাকা ও একপাশে জাতীয় পতাকা টানিয়ে দিয়ে লাপাত্তা হয়ে যান কালো পতাকা এবং জাতীয় পতাকাবাহী দুর্বৃত্তরা।