নিজস্ব প্রতিবেদকঃ
কেরানীগঞ্জ প্রসক্লাবরের সাবেক সাধারন সম্পাদক ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি আবু জাফর এবং গাজী টেলিভিশনের প্রতিনিধি সাহরাওয়ার্দী শ্যামলর বিরুদ্ধ দায়েরকৃত মানহানীর মামলা প্রত্যাহারর দাবিতে বহস্পতিবার মানববন্ধন করেছে কেরানীগঞ্জে কর্মরত সাংবাদিকরা।
কেরানীগঞ্জ প্রসক্লাবের আয়োজনে ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ মানববন্ধন অংশ নেন
অর্ধশতাধিক সাংবাদিকরা।
এসময় সাংবাদিকরা অবিলম্ব দুই সাংবাদিকর বিরুদ্ধে দায়েরকৃত ‘মিথ্যা’ মানহানীর মামলা প্রত্যাহারর দাবি জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন কেরানীগঞ্জ প্রসক্লাবর সভাপতি বীরমুক্তিযাদ্ধা সালাউদ্দিন মিয়া,সাবেক সভাপতি শফিক চৌধুরী, সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সাবক সভাপতি আব্দুল গনি, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি দলায়ার হাসন, সাবেক সাধারন সম্পাদক রায়হান খান, সহ-সভাপতি ইকবাল হাসন রতন। আরো উপস্থিত ছিলেন মিয়া আব্দুল হানান, আলমগীর হাসন, ইউসুফ আলী, শেখ মা: শামীম, মাস্তফা কামাল,সাজ্জাদ হাসন, শহিদুল ইসলাম বিপ্লবসহ প্রিট ও ইলক্ট্রানিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
গত ১৭ অক্টাবর দৈনিক যুগান্তরের ‘কেরানীগঞ্জ ইউপি প্যাড জাল করে চেয়ারম্যানের বিরুদ্ধ গনস্বাক্ষর’ শিরানাম একটি সংবাদ প্রকাশিত হয়। এর জের ধরে ২২ অক্টাবর চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রট আদালত দুই সাংবাদিকর বিরুদ্ধ মানহানীর মামলা করন আওয়ামীলীগ নতা আবু সিদ্দিক। দুই সাংবাদিক ছাড়াও মামলায় তারানগর ইউপি চয়ারম্যান মাশারফ হাসন ফারুকক আসামী করা হয়।