আসাদুজ্জামান রনি দৌলতপুর প্রতিনিধিঃ
কুষ্টিয়ার দৌলতপুরে ১৫ পরিবারের টিউবওয়েল না থাকায় পানি পান করতে অনেক অসুবিধা হচ্ছিল। অন্যদের বাসায় থেকেপানি আনতে অনেক কষ্ট করতে হতো। তাদের কষ্ট দূর করলেন
দৌলতপুর উপজেলার ৭ নং হোগলবাড়িয়া ইউনিয়ন পরিষদ ৪নং ওয়ার্ডের কল্যানপুর মন্ডল পাড়া গ্রামের ১৫ জন হত দরিদ্র পরিবারকে বিনামূলে গভীর নলকূপ সাপ্লাই পানি টিউবওয়েল প্রদান করলেন। আল সালেহ লাইফ লাইন এন্টারপ্রাইজ বাংলাদেশ লিমিটেড ।
আল সালেহ লাইফ লাইন এন্টারপ্রাইজ বাংলাদেশ লিমিটেডের কোঅডিনেটর ও বিশিষ্ট সমাজ সেবক হাজী মোঃ হুমায়ুন কবির আজ ১৫ জন অসহায় পরিবারকে টিউবওয়েল স্থাপন করে দেন।
তাদের কথা সামাজিক যোগাযোগের মাধ্যমে জানতে পারেন দৌলতপুর উপজেলার কৃতি সন্তান বিশিষ্ট সমাজ সেবক হাজী মোঃ হুমায়ুন কবির।ফেইসবুকের মাধ্যমে জানার তিনদিন পর সেই পরিবার কে টিউবওয়েল ব্যবস্থা করে দেন হাজী হুমায়ুন কবীর। আজ বুধবার টিউবওয়েলটি স্থাপন করা হয়। টিউবওয়েল পেয়ে ১৫টি পরিবারের সকল সদস্যদের মুখে হাসি ফুঁটতে দেখা যায়।