নিজস্ব প্রতিবেদকঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ০৫ নং রাধাগঞ্চ ইউনিয়ন পরিষদের আওতায় থাকা সরকারী কম্বল রাতের আঁধারে সরবরাহ করা নিয়ে স্থানীয়দের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা যায়, গতকাল রাত ১০ টায় ইউনিয়ন পরিষদ প্বার্শবর্তী মনোহার মার্কেটে একটি ইঞ্জিন ভ্যানে বেশকিছু কম্বল এবং দুই বস্তা চাল দেখতে পাওয়া যায়। এতো রাতে সরকারী মালামাল কোথায় যাচ্ছে সন্দেহে স্থানীয় জনতা ভ্যানচালকে আটক করে জিঞ্জাসাবাদ করার সময় পাঁচ নং ওয়ার্ডের গ্রাম পুলিশ সোরমান এসে স্থানীয়দের সাথে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে,স্থানীয় জনগন ভ্যান চালককে জিগ্যাসা করেন এই কম্বল কামাল মেম্বার এর কিনা,তখন ভ্যান চালক বলেন ৫ নং ওয়ার্ড এর হাজি কামাল মেম্বার এর কম্বল,পরে কামাল মেম্বার এর সাথে প্রতিবেদক কথা বললে মেম্বার বলেন আমি এখনো পরিষদের থেকে কম্বল নেই নাই, ওটা বিপুল মেম্বারের কম্বল, এবং এক পর্যায়ে সোরমান ওই মালামাল নিজের বলেও দাবি করেছেন।
এদিকে, রাতের আঁধারে পরিষদ থেকে কম্বল চুরি সহ বিভিন্ন ভাবে মেম্বারদের দূর্নীতির প্রতিবাদে, এবং ৫ নং ওয়ার্ড এর চৌকিদার ফোরমান এর বিভিন্ন দূর্নিতীর বিরুদ্ধে প্রতিবাদ জানায়,এমন সন্দেহে স্থনীয় জনতা আজ সকালে পরিষদের সামনে প্রতিবাদ মিছিল করেছে।
এই বিষয়ে রাধাগঞ্চ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমৃত লাল হালাদার বলেন, আমি পরিষদের সদস্যদের মাঝে কম্বলগুলো বন্টন করে দিয়েছিলাম, অন্যান্য মেম্বররা তাদের কম্বলগুলো পরিষদ থেকে নিয়ে গেলেও ১ নং ওয়ার্ডের সদস্য বিপুল রায় সময়ের অভাবে তখন নিতে পরেননি, তাই রাতের বেলায় নিতে চেয়েছিল কিন্তু স্থানীয়রা বিষয়টি ভূল বোঝার কারনেই একটি মিশ্র পতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।