রনি আহম্মেদ দৌলতপুর প্রতিনিধিঃ
আজ শনিবার ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়ন যুবলীগ সমাজ সেবার নতুন বা ব্যাতিক্রমী এক উদ্যোগের শুভ সূচনা ঘটিয়েছে।
দুপুর অনুমানিক ১২.০০ টার দিকে ভেড়ামারা উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক ধরমপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ব্যক্তিত্ব আব্দুল আজিজ এই কার্যক্রমের উদ্বোধন করেন। এই কার্যক্রমের অংশ হিসেবে ইউনিয়নের যে কোন ওয়ার্ডের আওতাভুক্ত এলাকায় জন্ম নেয়া নবজাতকের শিশুর উপহার হিসেবে নতুন পোশাক ও বাড়ির আঙিনায় একটি করে গাছের চারা রোপন করে দেবে ইউনিয়ন যুবলীগ নেতা-কর্মীরা। নবজাতক শিশুর মতই গাছ বেড়ে উঠবে। নবজাতকের মা-বাবা সন্তানের মতই যত্ন নিয়ে গাছটির বৃদ্ধিতে ভুমিকা রাখলে গাছটি একসময় আর্থিকভাবে সহায়তা যোগাতে পারবে নবজাতক ও তার পরিবারের এমন স্বপ্ন বা প্রত্যাশার দৃষ্টিকোণ থেকে এই উদ্যোগটি সারা বছর চালু রাখার সংকল্প । আজ এই মহতী উদ্যোগের উদ্বোধনী বা সূচনা ঘটে সদ্য জন্মগ্রহণ কারী ফারহান এর বাড়িতে। ফারহান দক্ষিণ ভবানীপুরের সুজন ও সেতুর পুত্র। এ উপলক্ষে নবজাতক ফারহানকে এক সেট ড্রেস উপহার দেয়া হয়। উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউনিয়ন যুবলীগ সভাপতি আব্দুল আজিজ শিশুটিকে কোলে নিয়ে আদর করেন ও বাড়ির আঙ্গিনায় নিজ হাতে মেহগনি গাছের চারা রোপন করেন। এসময় ধরমপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক একরামুল হক, সহ-সভাপতি এনামুল হক ও সাজেদুর রহমান সান্টু, যুগ্ম সম্পাদক লিটন রেজা, অন্যতম নেতা ফিরোজ আহাম্মেদ চাইনু, কুষ্টিয়া জেলা সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদক ও অটো বাইক মালিক সমিতির ভেড়ামারা উপজেলার সাধারণ সম্পাদক সুমন মেকার, রাজিব, রাসেল, মোস্তফা, হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।