“হাজার মাইলের যাত্রা শুরু হয় একটি মাত্র পদক্ষেপের মধ্যে দিয়ে” “আশা একটি জীবন্ত স্বপ্ন ” বন্ধুমহলের প্রথম পদক্ষেপটাও ঠিক সেইভাবেই’ মানবতার সেবার আশা নিয়েই শুরু হয়েছিল l প্রিয় বন্ধুদের সাথে সবাই একসাথে কাজ করবে,যেখানে সবাই সমাজকে এগিয়ে নিয়ে যাবার কথা বলবে ও সাথে সেই অনুযায়ী কাজ করবে l এমন একটি সুন্দর পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ২৯ জুলাই ২০১৯ বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের সাথে করে শারফুদ্দিন আহম্মেদ মানিকের মাধ্যমে পথচলা শুরু করে এই মানবিক সংগঠন।
এই মানবতার সেবায় আত্মনিয়োগকারী বন্ধুরা সবাই বিভিন্ন পেশার সাথে জড়িত থাকলেও প্রত্যেকের মানসিকতা উদার ও বিশাল প্রকৃতির।
“বন্ধুমহলের” সবার মনে একটা ভালো,মহৎ ও নিঃস্বার্থভাবে জনস্বার্থে বা মানুষের কল্যাণের জন্য কাজ করার তাগিদ থাকে।
প্রতিটি কাজকে সঠিক, স্বচ্ছভাবে ও সফলতার সাথে বাস্তবায়িত করতে একটি পরিচালনা পর্ষদের প্রয়োজন হয়। সেই নিমিত্তে কয়েকজন বন্ধু দায়িত্বে কাজ করে যাচ্ছে তারা হলোঃ-
শারফুদ্দিন আহম্মেদ মানিক, মোঃ রাসেল,
আব্দুল আহাদ, রুহুল আমিন,
ডঃ মাহবুব শুভ, ডঃ জাহাঙ্গীর কবির অপু,
ফারহানা সুলতানা, ফারজানা শিপ্রা
ও খন্দকার রেদউয়ান-উজ-জামান
পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত বাস্তবায়নে যে সকল নিবেদিত প্রান বন্ধুরা অক্লান্ত শ্রম ও সময় দিয়ে বন্ধুমহলকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে তারা হলোঃ আব্দুল আহাদ,মোঃ রাসেল,খন্দকার রেদউয়ান-উজ-জামান,
রুহুল আমিন,মোঃ ইয়ামিন ও মীর সাইফুল।
এছাড়া সবসময় বন্ধুমহলের সকল কাজের সাথে যে সকল বন্ধুরা আন্তরিকতার সাথে পাশে থেকেছেন তারা হলেনঃ- এম এ মালেক, মোঃ হাসান, খন্দকার রেদউয়ান-উজ- জামান, সেলিনা পারভীন, নাজনীন নাহার রুমা, পাপিয়া জামান , সাওলাত জাহান, শাহানা ইসলাম, মাহমুদা সুলতানা মলি, আতিকুর রহমান সুমন, মশিউর রহমান, মালা পারভীন, শারমিন জাহান বিপু, দিলশা পারভীন সিম্ভী, এ কে এম হামিদ, নুরাইয়া জান্নাত, আইনুন নাহার তৃপ্তি, শামসুজ্জামান পল্টু, হারুন রশিদ, তহমিনা পপি, তাসমিন শহীদ, এ কে আজাদ, মুস্তাফিজুর রহমান মামুন, তরিকুল মুন্নু, ইকতার উদ্দিন, জাহাঙ্গীর আলম, মোঃ শরীফ, রওশন জাহান, হোসনে মুবারক, রফিকুল ইসলাম, তানভীর সোহেল, আনিছ জামান, আলম হোসেন, সোহান, অধ্যাপক মাহফুজ রুমী, ডাঃ রকিউর রহমান, শেখ রাসেল, ফাতেমা যুথি, কে এম আনোয়ার পারভেজ, মোঃ জিয়া, সাইফুল ইসলাম, আঃ রাজ্জাক রাজন, নিলিমা খাতুন লিলি, আসাদ, অধ্যাপিকা লায়লা তারাননুম তিথী, কুসুম জামান, আজাদ সানি, নাজমুন শিপন, আক্তার হায়দার, আরিফুর রহমান, শরীফ হোসেন, মাসুদ পারভেজ, পাভেল, লতিফুল খবির কল্লোল, খান, নাজিম মাহমুদ, রবিউল ইসলাম, ফরিদুল ইসলাম, আহসান হাবীব, জাফর, শরিফুল ইসলাম, বাবুল বিশ্বাস, মোঃ জিস, মোঃ সারোয়ার, রোকনুজ্জামান রুপক, মোঃ সালেহীন এবং সুজন আতিয়ার।
বন্ধু মহলের পদযাত্রার প্রথম বছরে বন্ধু ও শুভাকাঙ্ক্ষীগনের উৎসাহ, অনুপ্রেরণা, সহযোগিতার সাথে মহান আল্লাহর কৃপায় যে সকল কার্য্যাদি সম্পন্ন হয়েছে সেগুলো হলোঃ-
* বৃদ্ধা আশ্রম (মায়েদের) ,মা ও শিশু পূনর্বাসন কেন্দ্রে সাহায্য ও সহযোগিতা প্রদান l
* মাদ্রাসা ও এতিমখানাতে সাহায্য ও সহযোগিতা প্রদান ও শীত বস্ত্র বিতরণ।
* বন্যার্তদের মাঝে ত্রান সামগ্রী প্রদান।
* করোনা ভাইরাসজনিত বিপর্যয়ে দরিদ্র শ্রেনীর মানুষের মাঝে খাদ্য সামগ্রী প্রদান l
* রমজান মাসে মাসব্যাপী ইফতারি ও রাতের খাবার গরিব, দুঃস্থ, অসহায় ও ভাসমান মানুষের মাঝে প্রদান l
* ঈদ আয়োজন’২০২০ (ঈদুল ফিতর): কিছু পরিবার ও বন্ধুদের প্রতিবেশীদের মাঝে ঈদের খাদ্য সামগ্রী প্রদান l মা ও শিশু পূনর্বাসন কেন্দ্রের মায়েদের মাঝে ঈদের পোশাক ও খাদ্য সামগ্রী উপহার হিসাবে প্রদান।
*ক্যান্সার রোগীকে অথনৈতিক সাহায্য ও সহযোগিতা প্রদান l
*বন্ধুদের অসুস্থতাতে অর্থনৈতিক সাহায্য ও সহযোগিতা প্রদান।
দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রী দের শিক্ষা সহায়ক ভাতা প্রদান।
“বন্ধুমহল” তাদের এক বছরের মানবিক কার্যক্রমের মাধ্যমে প্রমাণিত করেছে ” ইচ্ছা থাকলে উপায় হয় এবং ভালো ও মহৎ কাজে মহান আল্লাহর রহমত ও বরকত অবিরত থাকে।