নাম নুর ইসলাম বাড়ি দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়ন এর বাজার পাড়াগ্রামে। ৪ ছেলে এবং ৪ মেয়ে মধ্যে ৩ টা মেয়ের বিয়ে হয়ে সংসার করে বাকী একটা মেয়ে ও ৪ ছেলে ও তার নাতি সহ মোট ১২ সদস্য এর পরিবার। পরিবারের মুখে দু’মুঠো খাবার যোগান দিতে খলিসাকুন্ডি কাঁচা বাজারের পাশে একটা চা এর দোকান দেয় নুর ইসলাম। চা বিস্কুট বিক্রি করে সামান্যতম লভ্যাংশ দিয়ে কোনরকম সংসার চলতো নুর ইসলামের, তবে এই চায়ের দোকানের দিকেও নজড় পড়েছে স্থানীয় প্রভাবশালীদের। চায়ের দোকান এর সামনে অবৈধভাবে ঈট দিয়ে প্রাচীর দিয়েছে স্থানীয় প্রভাবশালীরা, যার কারনে চা এর দোকানের প্রবেশ মুখ বন্ধ হয়ে গিয়েছে।
চায়ের দোকানদার নুর ইসলাম জানান আমি এই চা বিক্রি করে সংসার চালাই কিন্তু আমার দোকান এর সামনে রাজনৈতিক প্রভাব খাটিয়ে হেলাল বেলু প্রাচীর দিয়েছে যার কারণে আমার চা এর দোকানের প্রবেশ মুখ বন্ধ হয়ে গিয়েছে এর ফলে আমি আর চা এর দোকান খোলা রাখতে পারছিনা। আমি প্রতিদিন চা দোকান থেকে যে টাকা আই করি তা দিয়ে আমার সংসার কোন ভাবে চলে। যদি এভাবে দোকান টা বন্ধ হয়ে যায় তাহলে আমাকে রাস্তায় বসে ভিক্ষা করা ছাড়া উপায় থাকবেনা। তাই আমি সরকারের কাছে আকুল আবেদন জানাই আমার চায়ের দোকানের সামনে একটু প্রবেশ মুখ খুলে দেওয়া হোক।
নুর ইসল এর ছেলে সেলিম জানান আমাদের একমাত্র আয়ের উৎস চায়ের দোকান এর সামনে প্রাচীর ভেঙে প্রবেশমুখ টা খুলে দেওয়ার জন্য সবার কাছে আমি আকুল আবেদন জানাচ্ছি। এ বিষয়ে কাঁচা বাজার মালিক সমিতির সাধারণ সম্পাদক জানান স্থানীয় প্রভাবশালীরা বাজার এর পাশে প্রাচীর দিয়েছে তা আমাদের সাথে কোনরকম আলোচনা করেনি হেলাল বেলু।