কুষ্টিয়া জেলা নবীন লীগ এর সপ্তাহব্যাপী বৃক্ষরোপন কর্মসুচীর ২য় দিন।
জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মুজিবর্বষের আহবান ৩টি করে গাছ লাগান। গতকাল কুষ্টিয়া শহর আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক ও সদর উপজেলা চেয়্যারম্যান জননেতা আতাউর রহমান আতা ও শহর আওয়ামীলীগ এর সাবেক সহ-সভাপতি মানজিয়ার রহমান চঞ্চল এর দিকনির্দেশনায় নবীন লীগ এর কেন্দ্রীয় সভাপতি লুৎফর রহমান সুইট এর আহবানে জেলা নবীন লীগ নেত্রী সামিয়া মুন তনুর নেত্রীত্তে ২য় দিনের মত বৃক্ষরোপন কর্মসুচী পালিত হয়। এই সময় উপস্থিত ছিলেন জেলা ও শহর নবীন লীগ এর মহিলা নেত্রীবৃন্দ। এই সময় জেলা নবীন লীগ এর প্রচার সম্পাদক আবির হাসান স্বাধীন জানান পরিবেশ রক্ষার্তে গাছের কোন বিকল্প নেই। তাই গাছ লাগান পরিবেশ বাচান এই স্লোগানে জেলা নবীন লীগ এর কর্মসুচী সপ্তাহব্যাপী কুষ্টিয়াতে চলমান থাকবে।