কুষ্টিয়া জেলার দৌলতপুর অনলাইন প্রেসক্লাবের ২৯ সদস্য বিশিষ্ট কমিটিকে আগামী দুই বছর কার্যক্রম পরিচালনা করার জন্য কুষ্টিয়া অনলাইন প্রেসক্লাবের আহ্বায়ক মোহা: শাহ আলম রেজা ও যুগ্ম-আহ্বায়ক শেখ নাজমুল হোসেনের সুপারিশক্রমে এবং জাতীয় অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শামসুল আলম স্বপনের উপদেশনায় জাতীয় অনলাইন প্রেসক্লাবের আহবায়ক অধ্যাপক আকতার হোসেন চৌধুরী ও সদস্য সচিব প্রযুক্তিবিদ রোকমুনুর জামান রনি এই কমিটি অনুমোদন দেন। দৌলতপুর অনলাইন প্রেসক্লাবের কমিটি : প্রতিদিনের কুষ্টিয়া নিউজের সম্পাদক খালিদ হাসান (রিংকু)কে সভাপতি ও সোনালী নিউজ কুষ্টিয়ার সম্পাদক মোঃ সোহেল রানাকে সাধারণ সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মোঃ আসাদুজ্জামান রনি সম্পাদক (নিউজ আরএস ২৪), সহ সভাপতি মোঃ রাকিব হাসান (দৈনিক সমঅধিকার) মোঃ আলাউদ্দীন (এ এন টিভি)কে সহ-সভাপতি, কোষাধ্যক্ষ সোনাই রহমান সুজন(ডিবিবার্তা.কম), সাংগঠনিক সম্পাদক, মোঃ মনিরুজ্জামান মুন্না (যায় যায় কাল ), যুগ্ম সাধারণ সম্পাদক অন্তর আহমেদ সম্রাট (দৈনিক একুশে সংবাদ)), যুগ্ম সাধারণ সম্পাদক, কামরান আহম্মেদ রাজীব (বিডি টুডে নিউজ), দপ্তর সম্পাদক আশিক ইসলাম (জেকে টিভির সম্পাদক ), আইসিটি বিষয়ক সম্পাদক, অনিক আহমেদ (সাউথ ইষ্ট), প্রচার ও প্রকাশনা সম্পাদক রুমন বিশ্বাস (বার্তা সম্পাদক দৈনিক দৌলতপুর নিউজ), মহিলা বিষযক সম্পাদিকা মোছাঃ বেনজির পারভীন ( বিজয় নিউজ ২৪ ডটকম ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ সেলিম রেজা (বাংলাদেশের কন্ঠ.কম) । নির্বাহী সদস্য হলেন , মহিন উদ্দিন (দেশ-তথ্য)কে মাসিদুল হাসান মাসুদ (সময়ের আলো টিভি, শামীম আসরাফ ( প্রতিদিনের কুষ্টিয়া) এছাড়া সাধারণ হলেন ঃ- রাজু আহমেদ (জেকেটিভি দৌলতপুর প্রতিনিধি), স্বজল বিশ্বাস (জি বাংলা টিভি), নছিব উদ্দিন (বিডিনিউজ টুডে), আকরাম হোসেন (দৈনিক সমঅধিকার), মোঃ মশিউর রহমান (জেকেনিউজভেড়ামারা), মোঃ সাইফুল ইসলাম (দৈনিক সীমান্ত বাণী), মোঃ সোহানুর রহমান (বাংলা নিউজ), মোঃ আফিয়া আক্তার নিতু (প্রতিদিনের কুষ্টিয়া), মোঃ শামীম রেজা (সংযোগ২৪), মোঃ কামরুজ্জামান (পাবনা নিউজ.কম), রায়হানুল ইসলাম (সোনালী নিউজ কুষ্টিয়া), সাঈম হাসান , (এসআর নিউজ ২৪.কম) রাজুন হোসেন (দৈনিক গনতদন্ত) । আজ ১৩ জুলাই প্রতিদিনের কুষ্টিয়া কার্যালয়ে খালিদ হাসান (রিংকু)কে সভাপতি করে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় অনলাইন প্রেসক্লাবের প্রতিষ)