[pl_row]
[pl_col col=12]
[pl_text]
আদাবাড়িয়া দুই নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় 2 লক্ষ টাকার একটি কাজ সম্পন্ন করার জন্য স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ওপর দায়িত্ব অর্পণ করেন কিন্তু ঘটনাস্থলে গিয়ে দেখা যায়যে রুমটা করার কথা তাতে 2 লক্ষ টাকা তো দূরের কথা সেখানে এক লক্ষ টাকা খরচ হয়েছে কিনা সন্দেহ আছে। এ ব্যাপারে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা হিসাব উদ্দিনের সাথে মুঠো ফোনে আলাপ করলে সে বলে এটা হেডমাস্টার জানে আমি এ ব্যাপারে কিছু বলতে পারব না তবে আমি দুই লক্ষ টাকার বরাদ্দ পেয়েছে সে ব্যাপারে আমি জানি।
[/pl_text]
[/pl_col]
[/pl_row]