আপডেট। বুধবার। ২০ জানুয়ারি। বিকাল ৪টা।
জাসদ সভাপতি হাসানুল হক ইনু হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন।
জাসদ সভাপতি হাসানুল হক ইনু আজ ২০ জানুয়ারি বুধবার বিকাল ৪টায় হাসপাতাল থেকে ছুটি পেয়ে বাসায় ফিরেছেন। তিঁনি গত ১২ জানুয়ারি কোভিড টেস্টে পজিটিভ হয়ে চিকিৎসকগণের পরামর্শে বাসায় আইসোলেশনে ছিলেন। পরবর্তিতে চিকিৎসকগণের পরামর্শে সতর্কতামুলক ও প্রতিরোধমুলক চিকিৎসা গ্রহণের জন্য ১৫ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে সিনিয়ার কনসালটেন্ট ডা. মহিউদ্দিন আহমেদের অধীনে কোভিড ইউনিটে ভর্তি হন। প্র. ডা. আলী হোসেন ও প্র. ডা. খায়ের মর্তুজা হাসানুল হক ইনুর চিকিৎসা সমন্বয় ও তত্ত্বাবধান করেন। চিকিৎসকগণ হাসানুল হক ইনুকে সতর্কতামুলক ও প্রতিরোধমুলক চিকিৎসা প্রদান করেন। হাসপাতালে কোভিড চিকিৎসা সংস্লিষ্ট প্রয়োজনীয় মেডিকেল টেস্ট নিয়ম অনুযায়ী করা হয়। মেডিকেল টেস্টের ফলাফল পর পর চারদিন ধারাবাহিকভাবে স্বাভাবিক থাকায় এবং কোভিড সংস্লিষ্ট কোনো জটিলতা না দেখা দেয়ায় কোভিড নেগেটিভ না হওয়া সত্ত্বেও চিকিৎসকগণ তাঁর হাসপাতালে থেকে চিকিৎসার প্রয়োজন নাই বিবেচনা করে তাকে হাসপাতাল থেকে ছুটি দিয়ে বাসায় কঠোর আইসোলেশনে থেকে প্রয়োজনীয় চিকিৎসা চালিয়ে যাওয়া ও আগামী ২৬ জানুয়ারি কোভিড টেস্ট করার ব্যবস্থাপত্র দিয়েছেন। চিকিৎসকগণ তাকে ১৫দিন বাসায় বাধ্যতামুলক বিশ্রাম থাকারও পরামর্শ দিয়েছেন।
হাসানুল হক ইনু বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালের কোভিড ইউনিটের সিনিয়ার কনসালটেন্ট ডা. মহিউদ্দিন আহমেদ, বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের সাথে যুক্ত প্রখ্যাত চিকিৎসক প্র. ডা. আলী হোসেন, প্র. ডা. খায়ের মর্তুজাসহ হাসপাতালের চিকিৎসক-নার্স-স্বাস্থকর্মী, ব্যবস্থাপনার সাথ যুক্ত কর্মকর্তা-কর্মচারী এবং হসপিটাল কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
সূত্র কায়য়ুম ভাই