নিজস্ব প্রতিবেদকঃ সমাজ সেবাই বিশেষ অবদানের জন্য মাদার তেরেসা স্মৃতি সম্মাননা ২০২১ পেলেন হোগলবাড়িয়া ইউনিয়ন পরিষদের স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান জনাব মোঃ সেলিম চৌধুরী। গত ১১ জানুয়ারি ২০২১ ইং বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটি আয়োজিত অনুষ্ঠানে হোগলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ সেলিম চৌধুরী এই পুরষ্কার লাভ করেন। গতকাল রাতে
বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তন তোপখানা রোডে উক্ত অনুষ্ঠানটি উদযাপিত হয়। এই সময় শফিক উদ্দিন অপু মহাসচিব বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটি হোগলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম চৌধুরীর ভূয়সী প্রশংসা করেন এবং তাকে আবারো গণতন্ত্রের মানসকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারো নৌকা দিয়ে বিজয়ী করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন৷ উল্লেখ্য সেলিম চৌধুরী ২০১৭ সালে কূষ্টিয়া জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে তৎকালীন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গার নিকট থেকে স্বর্ণপদক লাভ করেন৷ বৈশ্বিক করোনা মহামারী পরিস্থিতিতে তিনি জনগণের পাশে থেকে কাজ করে গেছেন। এছাড়াও বাংলাদেশের ৪৫৫০ টি ইউনিয়নের মধ্যে ৫৮ জন চেয়ারম্যান বিদেশ যাবার সুযোগ লাভ করেন তার মধ্যে সেলিম চৌধুরী একজন। স্বচ্ছ ও ক্লিন ইমেজের নেতা হিসেবে তার ব্যপক সুনাম রয়েছে। তার এই পুরষ্কার পাওয়ার খবর শুনে হোগলবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাবিবুর রহমান লস্কর জানান, আমরা সংবাদে অভিভূত। ২০১৬ সালে আমাদের নেত্রী জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেলিম কে নৌকা দিয়ে হোগলবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগ কে যে উজ্জিবীত করেছে তার প্রমাণ এই পুরষ্কার। সেলিম চৌধুরী চেয়ারম্যান জানান, আমি আমার নেতা আমার অভিভাবক কুষ্টিয়া জেলার রুপকার বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি ভাইকে কৃতজ্ঞতা জানায়। তিনি সকলের নিকট দোয়া প্রার্থনা করেন৷