রাজধানীর গুলশানের একটি বাড়িতে গৃহকর্মীকে আলেয়া (২১) (ছদ্দনাম) কে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে নির্যাতন করেছে বলে অভিযোগ করেছেন ভূক্তভোগী।
গুলশান-১ নম্বর সড়কে রোড নং-২৩/সি, বাড়ি নং-৫, মাশাহা গ্রুপে গত ৩১-১২-২০ইং তারিখ পরিচিত ব্যক্তির মাধ্যমে গৃহকর্মী হিসেবে কাজে যোগ দেন ঐ নারি । সেদিন রাতে ভূক্তভোগীকে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে মাশহা গ্রুপের মালেক । অসংখ্য বার গৃহকর্মীকে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে অমানবিক নির্যাতন করে পাশন্ড মালেক । গৃহের অন্য কর্মীরা তার ডাক চিৎকারের আওয়াজ শুনে কোন ভাবে তাকে রক্ষা করে বলে স্বীকার করেন ভূক্তভোগী। পরের দিন ১-১-২১ ইং তারিখ শুক্রবার সকালে নির্যাতিতা নারী বাড়ি যেতে চাইলে তাকে আটকে রাখা হয়। জীবন বাঁচাতে ঐ নারী কৌশলে বাড়ির দাড়োয়ানে সাহায্য কামনা করেন।
এরপর তার মুঠোফোন থেকে এক গণমাধ্যম কর্মীকে ফোন করেন। সংবাদ কর্মীরা ঘটনা স্থলে গিয়ে অভিযুক্ত ব্যক্তির কাছে ঘটনার সত্যতা জানতে চাইলে তিনি তা অশিকার করেন এবং গণমাধ্যম কর্মিদের সাথে খারাপ আচারন করেন। গণমাধ্যম কর্মিরা ঐ নারীকে উদ্ধার করতে গুলশান থানার ওসি’কে ফোন করলে মুহূর্তের মধ্যে এস আই আনোয়ার এসে অচেতন অবস্থায় নারীকে দেখতে পান এবং তাকে স্বাভাবিক ভাবে জ্ঞান ফেরাবার চেষ্টা করেন। মেয়েটির স্বাভাবিক ভাবে জ্ঞান ফিরলে তার মূখে বিস্তারিত শুনেন ওসি তদন্ত আমিনুল ইসলাম ও দায়িত্বরত এস আই। পরে মাশাহা গ্রুপের মালেককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
আটক ব্যক্তির বিরুদ্ধে নির্যাতিতা নারী নিজেই বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করন।
এ ব্যাপারে গুলশান থানার অসি (তদন্ত) অপরাধের ধরন অনুযায়ী তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানান।