নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালী সেনবাগ উপজেলার ৩নং ডমুরুয়া ইউনিয়নের গাজীরহাটে স্বেচ্ছা রক্তদান সংগঠন “সেভ লাইফ” কর্তৃক ফ্রি মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে ডায়াবেটিস পরিক্ষা ও মাস্ক বিতরণ করা হয়
শুক্রবার গাজীরহাট বাজারে সকাল ৯টা থেকে ১টা পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্পিং অনুষ্ঠিত হয়,
সংগঠনের কার্য-নির্বাহী সদস্য আবদুল্লাহ আল তানিমের সঞ্চালনায় ও কার্য-নির্বাহী সদস্য সুমন মাহমুদের স্বাগত বক্তব্যর মাধ্যমে উক্ত প্রোগ্রাম আরম্ভ হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং ডমুরুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী ইয়াছিন কন্টাক্টর,
বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি শাখাওয়াত হোসেন স্বপন, নোয়াখালী জর্জকোটের অাইনজীবী এডভোকেট শাখাওয়াত হোসেন লিটন, ৩ নং ডমুরুয়া ইউনিয়ন পরিষদের ডিজিটাল উদ্যোক্তা মোঃসোলায়মান, ৯নং ওয়ার্ডের সম্ভাব্য প্রার্থী মো.আব্দুর রব ও মহিন উদ্দিন।
বক্তৃতারা তাদের বক্তব্য এধরনের মানবিক সংগঠন এগিয়ে যাওয়ার প্রত্যয় ও শুভকামনা এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
উক্ত ক্যাম্পেইনে চিকিৎসক হিসাবে উপস্থিত থাকেন ফেনী ডায়াবেটিস হসপিটালের উপ-সহকারী মেডিকেল অফিসার ডাঃ রাজীব মজুমদার। তিনি ডায়াবেটিস রোগ প্রতিরোধ ও সচেতনতা লক্ষে বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন। উক্ত ক্যাম্পেইনে ১০০ জন রোগীর ডায়াবেটিস নির্ণয় ও পরামর্শ প্রদান করা হয়।
“সেভ লাইফ” এর পক্ষ থেকে সম্মানিত ডাঃ রাজীব মজুমদার কে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পাশাপাশি সংগঠনের সদস্য এনামুল হক শিপন ও জামশেদ ইসলাম হৃদয় কে কার্য-নির্বাহী সদস্য বরণ করে নেয়া হয়।
সার্বিক সহযোগিতায় ছিল “The Science Zone কোচিং সেন্টার” গাজীরহাট।
প্রোগ্রাম পরিচালনা করেন মেহেদী হাসান হৃদয়,
মানিক,,সিপন সহ সেভ লাইফের অন্যান্য সদস্যদের সহযোগিতায় প্রোগ্রামটা খুব সুন্দরভাবে সম্পন্ন হয়।
ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে সকল সদস্যরা একাত্মতা পোষণ করেন। সর্বোপরি সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।