নিজস্ব প্রতিবেদকঃ
কেন্দ্রীয় আওয়ামী লীগের কর্মসূচির অংশ হিসাবে গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া, হাজিরবাগ, নির্বাসখোলা ও শংকরপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে বাঁকড়া বাজারের আকবর হোসেন জাপানীর চাতাল মাঠে হাজিরবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা. মোস্তফা আসাদুজ্জামানের সভাপতিত্বে এবং নির্বাসখোলা ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক আলমগীর হোসেনের সঞ্চাচলায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মাস্টার এনামুল কবীর, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল কাশেম, বাঁকড়া উপজেলা বাস্তবায়ন কমিটির মহাসচিব আকবর হোসেন জাপানী, হাজিরবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু, নির্বাসখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, বাঁকড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মাস্টার হেলালউদ্দীন খান, আওয়ামী লীগ নেতা আতিয়ার রহমান, আজগর আলী, কাশেম আলী মোড়ল, তোফাজ্জেল হোসেন, গোলাম মোস্তফা, মাবুদ খা, মিজানুর রহমান, রেজাউল ইসলাম, যুবলীগ নেতা রকিবুল হাসান মিন্টু, আসাদুজ্জামান, তারিফ বিশ্বাস, আমিরুল ইসলাম জীবন, কবীর হোসেন, মনিরুজ্জামান মনি প্রমূখ।