ভেড়ামারা কুষ্টিয়া প্রতিনিধি।
কুষ্টিয়ার ভেড়ামারার বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ উজ্জ্বল হোসেনের উদ্যোগে সোমবার রাতে দলীয় নেতা কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় আওয়ামী লীগ নেতা বাবুল আক্তার বাবুলের বাহাদুরপুর বাজারে অবস্থিত দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ উজ্জ্বল হোসেন, সহ-সভাপতি আনোয়ার হোসেন বিশ্বাস, সহ-সভাপতি রওশন আলী, সাংগঠনিক সম্পাদক সাহেব আলী, প্রচার সম্পাদক আব্দুল গাফফার, আওয়ামী লীগ নেতা আবুল কালাম, মজনু মিয়া,
যুবলীগ নেতা আসাদুজ্জামান ডাবলু, চঞ্চল, নাজমুল, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি অঞ্জন উর রহমান অঞ্জন, মেম্বার পদপ্রার্থী জনি মিয়াসহ আরও অনেকে। দুই বারের নির্বাচিত সাবেক ইউপি সদস্য মোঃ উজ্জ্বল হোসেন আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং নিয়মিত কর্মী ও গণসংযোগ করে চলেছেন।