ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সদরের বাগড়ি ব্রীজ ও বাজার ব্রীজ সংলগ্ন খালে অভিযান চালিয়ে তাদের এ দণ্ড প্রদান করেন। এ সময় বালুবাহী দুইটি জাহাজ ও আনলোড একটি জাহাজ জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত।
দন্ডপ্রাপ্তরা হলো উপজেলার মঠবাড়ি ইউনিয়নের পূর্ব বাদুরতলা এলাকার মো. জয়নাল খানের পুত্র মো. আবু সাইদ খান (৩২), বড়ইয়া ইউনিয়নের দক্ষিন বড়ইয়া গ্রামের মো. হাফিজুর রহমানের পুত্র আব্দুস শুক্কুর (২৫)।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মোক্তার হোসেন বলেন, দুই ব্যক্তিকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।