ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পনের মাধ্যমে ঝালকাঠির রাজাপুর উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ তাদের কার্যক্রমের শুভ সূচনা করেন। উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারস্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি পারভেজ বাবু ও সাধারন সম্পাদক ফয়সাল মৃধার নেতৃতে নবগঠিত কমিটির সহ সভাপতি বেল্লাল হোসেন, মিলন চন্দ্র দাস, জাহিদুল ইসলাম জাহিদ, সৈয়দ রিগান, শফিক তালুকদার, রিয়াজ হাওলাদার সহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে পারভেজ বাবু কে সভাপতি ও ফয়সাল মৃধাকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট একটি পূর্নাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়।