কোটালীপাড়া প্রতিনিধিঃ জেমস বাড়ৈ।
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নিটুল রায় এর নির্দেশনা মোতাবেক ,উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার জনাব- কৃত্তিবাস পান্ডের নেতৃত্বে নিরাপদ ফসল উৎপাদন বৃদ্ধি ও ফরমালিন বিহিন টমেটো বাজারজাতকরণ করার লক্ষ্যে।
আজ কোটালীপাড়ার কলাবাড়ী ইউনিয়নের নলুয়া বাজারে নিরাপদ ফসল উৎপাদন বৃদ্ধি ও ফরমালিন বিহিন টমেটো বিক্রয়ের জন্য বাজার সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে কলাবাড়ী ইউনিয়নের অবসরপ্রাপ্ত বিশিষ্ট স্বনামধন্য শিক্ষক সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব- সুবোধ চন্দ্র মজুমদার, নলুয়া বাজারের সভাপতি জনাব- পরিতোষ বাইন, উপ সহকারী কৃষি অফিসার জনাব- ( রমেন্দ্রনাথ হালদার, বিকাশ সরকার ও সুমন মৈত্র) , তরমুজ ও টমেটো চাষী নারায়ন বিশ্বাস সহ এলাকার টমেটো চাষীরা এবং টমেটো ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।