কুষ্টিয়া প্রতিনিধি ।
আজ সকালে ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের হলরুমে হোমিওপ্যাথিক চিকিৎসক সমাজ কল্যাণ সংস্থা ভেড়ামারা উপজেলা শাখার এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ঔষধ প্রশাসনের ( ড্রাগ সুপারের) আদেশ ও পরামর্শ নিয়ে ব্যাপক আলোচনা করা হয়। উক্ত অনুষ্ঠানে ভেড়ামারা উপজেলা শাখার সভাপতি বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ও ব্যবসায়ী ডাঃ শিহাবুল আলম মিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হোমিওপ্যাথিক চিকিৎসক সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠা চেয়ারম্যান ও ভেড়ামারা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ কামরুল ইসলাম মনা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ডাঃ আমজাদ হোসেন, ডাঃ আব্দুর রহিম বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা ডাঃ আব্দুল হাকিম, ডাঃ এমদাদুল হক পুনা, ডাঃ সাইফুল ইসলাম, ডাঃ জেসমিন নাহার বিউটি।
অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ মামুন,ডাঃ বিদ্যুৎ, ডাঃ শরীফ, ডাঃ জাহিদ, ডাঃ মারুফ, ডাঃ ফারুক, ডাঃ ইমরান, ডাঃ তারিক হাসান, ডাঃ নাজমুল, ডাঃ মুকুল, ডাঃ ডাঃ মামুন,ডাঃ হামিদুল সহ এলাকার সকল হোমিওপ্যাথি চিকিৎসক বৃন্দ।
অনুষ্ঠান টি পরিচালনা করেন ডাঃ ইমরোজ।